চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন।
আজ ২২ জুন, বুধবার তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন পিপিএম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোষাধ্যক্ষ নোমান আল মাহমুদ, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএসএ সদস্য শর্মিষ্ঠা রায়, শামসুল হাসান মিরন, আবু সামা বিপ্লব, জুয়েল চাকমা, আবুল কাশেম, আব্দুর রব শামীম, আরিফুর রহমান ও মো. ওসমান গনি।
বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, আলমগীরের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক হিসেবে তার দেশব্যাপী সুনাম রয়েছে। নিজের যোগ্যতা ও অর্জনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, সিরাজউদ্দিন মো. আলমগীর’র এই অর্জন আমাদের সব ক্রীড়া সংগঠকদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করে ক্রীড়া সংগঠকদেরকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেলেন। তাঁর জন্য অশেষ দোয়া ও শুভকামনা সব সময়।
এনইউএস