Advertisement
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সড়কের দুই পাশের ফুটপাত ও নালা দখল করে অবৈধভাবে গড়ে তোলা দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিকের) ভ্রাম্যমাণ আদালত।
আজ ২১ জুন, মঙ্গলবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে ফুটপাত দখল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির করায় ১৮ দোকানদারকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে লালখান বাজার থেকে ওয়াসা, কাজির দেউরী রোড ও কে বি ফজলুল কাদের রোডের ফুটপাত থেকেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। সেসময় এক ব্যবসায়িকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
এনইউএস