দুদকের পক্ষে আইনজীবী মাহমুদুল হক মাহমুদের উপস্থাপনার মধ্য দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুদকের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। এ সময় আদালতে ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারন উপস্থিত ছিলেন।
আজ ২০ জুন, সোমবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
দুদকের পক্ষে আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছি আদালতে। প্রায় ৩০ মিনিট যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।
প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের আইনজীবী সমীর দাশগুপ্ত বলেন, প্রদীপ ও চুমকি কারনের বিরুদ্ধে দুদক পক্ষ যুক্তিতর্ক শেষ করেছেন। আগামী সোমবার (২৭ জুন) প্রদীপ দাস ও চুমকি কারনের পক্ষে যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এসসি