Advertisement
চট্টগ্রামে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত ১১ জন মহানগর এলাকার ও ১ জন হাটহাজারী উপজেলার বাসিন্দা।
আজ ১৯ জুন, রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৮টি ল্যাবে ৩২৫টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৬৯ শতাংশ।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৩৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ১৯৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩৪ জন।
এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এসসি