চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি ঘর। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
১৮ জুন, শনিবার রাত ৮টায় বাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রত্মাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মো. জয়নাল, মো. দেলোয়ার, মো. ইউনুছ, মো. সোহাগ, মো. ইদ্রিস, মো. হেলাল, মো. জামাল।
ঘণ্টাব্যাপী চলা এই আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এদিকে বাঁশাখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আজাদুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
স্থানীয়তের অভিযোগ, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। কারো কারো মতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এন-কে