নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। তার নাম সানিহা আফরিন মুমু (১৬)। পুলিশের ধারণা মুমু আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
আজ ৩ মে, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বায়েজিদ নগর আবাসিক এলাকা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
মুমু ওই এলাকার নূর আলমের মেয়ে। সে ডা.মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মোস্তাফিজ বলেন, আত্মহত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। এরপর বিস্তারিত জানা যাবে।
এসসি