নগরীর কোতোয়ালি থানাধীন সিআরবির ওপরের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রেলিং ভেঙ্গে নিচের সড়কে পড়ে গেছে। এতে কেউ হতাহত নেই। ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে নগরীর রেয়াজউদ্দিন বাজারে যাচ্ছিল।
আজ ২৭ মে, শুক্রবার ভোরে টাইগার পাসের সিআরবি এলাকার মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক মো. লিয়াকত সিটিজি নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের আলুর বস্তাগুলো মিনিট্রাকে করে বাজারে নিয়ে যাওয়া যায় স্থানীয় আড়তদাররা।
কোতোয়ালী থানার উপপরিদর্শক মো. লিয়াকত জানান, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী একটি ট্রাক সিআরবির ওপরের সড়কের রেলিং ভেঙ্গে নিচের সড়কে পড়ে যায়। ট্রাকটি রেয়াজউদ্দিন বাজারের দিকে যাচ্ছিল। এতে কোনো হতাহত নেই। ট্রাকটি আপাতত আমাদের হেফাজতে রয়েছে। মালিক এলে তার কাছে হস্তান্তর করা হবে।
এসসি