ঘুষ নেওয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ড্রিস্টিবিউশনের টেকনিশিয়ান (গ্রেড-১) মো. মুছা খালেদ, ঠিকাদার মো. এরশাদ ও মুছা খালেদের সহযোগী মো. বশির সরকারকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদি হয়ে মামলাটি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লোকমান নামে এক গ্রাহকের গ্যাস সংযোগের কাজ করার জন্য ঘুষ দাবি করেন মুছা খালেদসহ তার সহযোগীরা। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। ঘুষের টাকার জন্য নগরীর দুই নম্বর গেটস্থ ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সের পেছনে মুছা খালেদ তার সহযোগী বশির সরকারকে পাঠান। এ সময় বশিরকে ঘুষের ৪০ হাজার টাকা গ্রহণের সময় হাতেনাতে থানা পুলিশ আটক করে।
মামলার বাদী মো. আবু সাঈদ জানান, লোকমান নামে এক গ্রাহকের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে।
এসসি/এমজে