কাপ্তাইয়ে ফিটনেস বিহীন, হেলমেট বিহীন, লাইসেন্স বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাকেল চালানোর অপরাধে ষোল জনকে মামলা দায়েরসহ দশ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ ১২ মে, বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন। এসময় ২০১৮ এর বিভিন্ন ধারায় এই মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই উপজেলা কানুনগো সিরাজদ্দৌলা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
অভিযানের বিষয়ে কাপ্তাই উপজেলা ইউএনও জানান, সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি মোটরসাইকেল চলকদের সচেতনতা করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাছাড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনাও বাড়ছে। দেখা গেছে কাগজপত্র আছে কিন্তু হেলমেট নাই। আবার কারও ড্রাভিং লাইসেন্স নাই। সড়কে দুর্ঘটনা রোধ করতে আগামীতেও সড়ক পরিবহন আইন অনুয়ায়ী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
এসসি