Advertisement
নগরীর বন্দর থানার ধুমপাড়া এলাকার সাগর পাড়ে মো. ফয়সাল রনি (১২) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১১ মে, বুধবার সকালে ওই এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, নিহত শিশু ফয়সাল পতেঙ্গা থানার স্টিল মিল এলাকার পাইওনিয়ার পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মৃত আব্দুল মান্নান। তার পরিবার পতেঙ্গা থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল মঙ্গলবার (১০মে) দুপুর ৩টা থেকে ফয়সাল নিখোঁজ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির সিটিজি নিউজকে বলেন, আমরা সকাল ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করেছি। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এনইউএস/এমজে