Advertisement
নোয়াখালীর সেনবাগে চুলার আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের নাম আবদুল্লাহ আল নোমান (৭) ও লামিয়া সুলতানা মাহি (৩)।
আজ ১০ মে, মঙ্গলবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নোমান ও মাহি ওই গ্রামের মো. ইকবাল হোসেনের সন্তান।
বীজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী গোলাপি বেগম মাটির চুলায় দুপুরের রান্না বসিয়ে পুকুরে যান। পরে চুলা থেকে আগুন ছড়িয়ে বসতঘরসহ দুই শিশু পুড়ে কয়লা হয়ে যায়। রান্না ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় তা বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাস্থল থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসসি