Advertisement
কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম উসালা মারমা (৩৪)।
বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।
সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪ টায় ওই ব্যক্তি কাপ্তাই উপজেলার ২নং চিৎমরম ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের কলাবুনিয়া নামক এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নদীতে জাল ফেলতে গিয়ে তিনি কর্ণফুলী নদীতে তলিয়ে যান। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তবে থানায় এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ হতে কেউ অভিযোগ করেনি।
এসসি/এমজে