Advertisement
আজ তুমি আসবে বলে
আজ তুমি আসবে বলে
বাতাস খেলা করে বুকের পাঁজরে
শহরে-শহরে, অলিতে-গলিতে
গোলাপের পাঁপড়ি মিছিলে মিছিলে
সাঁওতাল নদী আমার অন্তঃপুরে
তোমার হাত ধরে ভিজবো বলে
বশিয়ার খালের কাকচক্ষু জলে
আজ আমি আছি বসে
বাতায়ন খুলে।
আজ তুমি আসবে বলে
চেয়ে থাকি আমি আদিম শহরে
এলেবেলে অলিগলি, রাস্তা পেরিয়ে
ভালোবাসা জমাই আজ চোখের নোনা জলে
তোমার আঙুল ছুঁয়ে অজানা শহরে
আঁকবো আলপনা প্রিয় অস্তাচলে।
আজ তুমি আসবে বলে,
সাজাই জোৎস্না আমি আঁখি পল্লবে
ইথারে ইথারে জ্বালাই প্রেম দ্বীপশিখা
লিনেটের ডানায় বাজে সন্ধ্যের আভা
তৃষিত নয়ন আজ হলো দিশেহারা
বিকেলের বাতাস তাই ছন্দ তুলে
শিষ দেয় ময়ূরাক্ষী অজানা ভুলে।
আজ তুমি আসবে বলে
বাতাস খেলা করে বুকের পাঁজরে।