Advertisement
ঈদ এলোরে ঈদ
ঈদ এলোরে ঈদ এলোরে
হেসে বলছে চাঁদ
ঈদের দিনে সবাই মিলে
গাইবো খুশীর গীত।
রহমত বরকত মাগফেরাতে
আলবিদা হে রমদান,
দোস্ত দুশমন ধনী গরীব
হবো একে অপরের মেহমান।
হিংসা ভেদাভেদ সবই ভুলে
রাখব হাতে হাত,
ইসলামেরই খুশীর দোলা
দিলো ঈদের চাঁদ।
নতুন জামা কাপড় সবাই
করে পরিধান,
পড়ব দরুদ পড়ব তাকবির
ওয়া লিল্লাহিল হামদ।
নির্জনা সেই দুপুর
ডাকছে দেয়া জাগছে স্মৃতি
নির্জন সেই দুপুর,
হালকা হাওয়া মেঘলা আকাশ
বৃষ্টি টাপুরটুপুর।
শনশনাশন বইছে বাদল
শীতল দেহ মন,
মুক্ত আকাশ মুক্ত বাতাস
পতিত-পাবন।
গাছের ডালে টিনের চালে
সুরের মূর্ছনায়,
দম ফুরাইলে ডাকি বলি
আয় বৃষ্টি আয়।
কবি: জুলফিকার আলী ভুট্টো, কুয়েত প্রবাসী