চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে মো. জসিম (২৫) নামের অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রীরা ষ্টেশনে কর্তব্যরত আনসার ও পুলিশ সদস্যদের কাছে তাকে সোপর্দ করে। জসিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নূরপুর, মসজিদ পাড়ার (ফরিদ মেম্বার বাড়ি) বাসিন্দা আউয়াল মিয়ার ছেলে।
আনসার ও পুলিশ সদস্যরা জানায়, জসিম নাঙ্গোলকোট থেকে নয় জন পান ব্যবসায়ীর গতি লক্ষ্য করতে থাকে। সুযোগ বুঝে ইফতারের সময় ট্যাংক মিশ্রিত ঠান্ডা শরবত পান করায়। শরবত পান করার পর সবাই সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে তাদের কাছে থেকে পান বিক্রির ২১ হাজার ৬শ টাকা হাতিয়ে ট্রেনের টয়লেটে চলে যায়। পরে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছানোর আগে জসিম টয়লেট থেকে
বাহির হলে তাকে ঝাপটে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে চিকিৎকার শুরু হলে আনসার ও পুলিশ সদস্যরা এগিয়ে আসলে তাদের কাছে জসিমকে হস্তান্তর করেন।
এ ঘটনায় গ্রেফতারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।
এসসি