Advertisement
গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ২৩৭ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্তের কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস। এদিন করোনায় কারো মৃত্যু হয়নি।
আজ ২১ এপ্রিল, বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সংক্রমণের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তি নগরীর বাসিন্দা।
২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৮ জন।
আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯৯ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।