Advertisement
রাঙামাটির কাপ্তাইয়ে ইয়াবা ও চোলাই মদসহ মো. আবদুর রহিম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবদুর রহিম রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আধুরপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জারুল বাগান ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ও ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমজে/