চট্টগ্রামের লোহাগড়ায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. মোহন আকন (২৪) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. মোহন আকন (২৪) মাদারীপুরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কক্সবাজার থেকে মাদকের একটি চালান চট্টগ্রামে আসছে- এমন সংবাদে মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। বিভিন্ন গাড়ি তল্লাশি করার একপর্যায়ে একটি মোটরসাইকেলে ইয়াবা পাওয়া যায়। পরে মাদকের কাজে ব্যবহৃত পরিবহনসহ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।
এনইউএস