Advertisement
সম্প্রীতি সমাবেশ, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে কাপ্তাই থানা।
আজ ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে ১নং চন্দ্রঘোনা ইউপি সম্মেলন কক্ষে চন্দ্রঘোনা বিট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন, এসআই আশরাফ প্রমুখ।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
এফএম/