চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২১ সালের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে । এবার ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২১২ জনের ফল পরিবর্তন হয়েছে, যা গতবারের তুলনায় কম। সেইসাথে ফেল থেকে পাস করেছে ৩৩ জন। ফেল থেকে একজন জিপিএ ৫ পেয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে পুনঃনিরীক্ষণের এ ফলাফল প্রকাশিত হয়।
জানা গেছে, পুনঃমূল্যায়নে গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু জিপিএ ৫ এ উন্নীত হয়নি ৮৩ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৯ জন। মোট জিপিএ পরিবর্তন হয়েছে কিন্তু ১৮ জনের সিজিপিএ পরিবর্তন হয়নি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, ৭ হাজার ৮২৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ২১২ জন পরীক্ষার্থীর ২১৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৩ জন। এছাড়া ১২ জন ফল পুনঃনিরীক্ষণের পরও পাস করেননি।
এমকে/এসসি