Advertisement
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ।
আজ ১৯ জানুয়ারি, বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৪টি ল্যাবে ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৮২৯ জন মহানগর এলাকার ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৭৮ হাজার ২৬৭ জন এবং উপজেলায় ২৯ হাজার ১৭৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪১ জনের মধ্যে ৭২৭ জন মহানগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এফএম/