চট্টগ্রাামের লোহাগাড়ায় পৃথক অভিযানে তিন রোহিঙ্গাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আজ ১৮ জানুয়ারি, মঙ্গলবার সকালে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে পরিচালিত পৃথক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ লেদা ক্যাম্পের মো. জমির উদ্দীনের ছেলে মোহাম্মদ ছিদ্দিক, কুতুপালং ক্যাম্পের হামিদ হোসাইনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, বালুখালী ক্যাম্পের হাকিম আলীর ছেলে মো. হোসাইন, টাঙ্গাইলের হাবলা জীবনাশ্বর এলাকার আবু হানিফের ছেলে মো. সবুজ মিয়া, একই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে মো. সিয়াম, টেকনাফের কাঞ্জর পাড়া লম্বাবিল এলাকার নুর হোসেনের ছেলে মো. আবদুল্লাহ, একই এলাকার মনির আলমের ছেলে মো. ফাহিম।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার (ওসি) আতিকুর রহমান বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জের সামনে দুটি অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এফএম/