হালদা নদীতে অভিযান চালিয়ে ২ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে । এসময় নৌকার মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৩ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯ টায় হালদার ছত্তারঘাট এলাকায় অভিযানে এসব নৌকা আটক ও জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
এসময় তিনি বলেন, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকারক যে কোন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে ২ টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। বালুবোঝাই নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু আনলোড করা অবস্থায় পাওয়া যায়। নৌকার ইঞ্জিন জব্দ করা হয় এবং মালিকদ্বয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে হালদা নদীর ক্ষতি হয় এমন কোন কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে নৌকা দুটি ছাড়া হয়।
এ বিষয়ে হাটহাজারীর উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ।
এফএম/ এমকে