Advertisement
বলিউড বাদশাহ শাহরাখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছেন একজন।
পিঙ্কভিলাসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, গত সপ্তাহে ভারতের মধ্যপ্রদেশের জবলপুর এলাকা থেকে উড়ো ফোনে মুম্বাইয়ের একাধিক জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই তালিকায় ছিল শাহরুখ খানের মুম্বাই বাসভবন ‘মান্নাত’।
মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যাক্তির নাম জীতেশ ঠাকুর। তিনি মাতাল অবস্থায় এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে এটা প্রথম নয়, এমন কাণ্ড তিনি আগেও ঘটিয়েছেন। বিবাহিত জীবনে অশান্তির জেরেই নাকি এই কাজ করে থাকেন তিনি।
কিং খান সপরিবারে বসবাস করেন মুম্বাইয়ের বান্দ্রা শহরের সমুদ্রের ধারে অবস্থিত ছয়তলা ‘মান্নাত’ ভবনে। ২০০১ সালে বাড়িটিকে কিনেছিলেন শাহরুখ। এই বাড়ির সামনে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয় শাহরুখ খানকে এক নজর দেখার আশায়।