চট্টগ্রামে নগর বিএনপির মানববন্ধন ২০ মিনিট চলার পর পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় দলটির নেতা-কর্মীরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এক পর্যায়ে অর্ধশত নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসময় সকলের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
আজ ০৫ জানুয়ারি, বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধনের আয়োজন করেন। বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, বিএনপির সমাবেশ চলাকালে জনসাধারণের চলাচলের জন্য আমরা চেরাগী পাহাড় থেকে রাস্তা পরিষ্কার রাখি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ করি। পরে এ ঘটনায় আমরা ৪৪ জনকে আটক করেছি।