Advertisement
চট্টগ্রাম বন্দরের ৫ নং গেইট সংলগ্ন এলাকায় এম.এ আজিজ রোডে একটি চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।এই গাড়িতে ৪ জন যাত্রী ছিল, তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশন জানান, বন্দরের ৫ নং গেইট সংলগ্ন এলাকায় এম.এ আজিজ রোডে একটি চলন্ত প্রাইভেট কারে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগর কারণে আগুন লাগতে পারে।
এমকে