“প্রথম প্রহর ফাউন্ডেশন” মিরসরাই শাখার উদ্যোগে শীতবস্ত্র উপহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে শতাধিক অসহায়, হতদরিদ্র এবং অবহেলিত শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০ টায় বড়তাকিয়া আফরোজা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রথম প্রহর ফাউন্ডেশন মিরসরাই শাখার সদস্য অমিত হাসান।
অনুষ্ঠানে বক্তারা প্রথম প্রহর ফাউন্ডেশন মিরসরাই শাখার এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে ভূয়সি প্রশংসা করে। ভবিষ্যতে এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।
“প্রথম প্রহর ফাউন্ডেশন” মিরসরাই শাখার সভাপতি সাংবাদিক এম. জাবেদ হোসাইন’র সভাপত্বিতে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চানাল অনুষ্ঠানের উদ্বোধন করেন ১২ নং খইয়াছরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুল হক জুনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বেসেডর নুসরাত চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস. এম.সরওয়ার উদ্দিন, ১২নং খইয়াছরা ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড সদস্য মো:নুর উদ্দিন, ১২নং খইয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টুটুল, সাংবাদিক মারুফ, সাংবাদিক খসরু চৌধুরী সহ প্রমুখ।
প্রথম প্রহর ফাউন্ডেশন মিরসরাই শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের দপ্তর সম্পাদক ফাহাদ হোসেন, প্রচার সম্পাদক শওকত আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক মুসলীম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো: আক্তার হোসাইন এবং সদস্য কাওসারসহ অনেকে।
এফএম/