Advertisement
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সম্প্রতি রাঙামাটি জেলার বরকল থানার ওসি হিসেবে বদলী হয়েছেন। এই উপলক্ষে আজ ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের মাসিক সভায় ওসি মো. নাসির উদ্দীনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন উপজেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক অবদান রাখায় সম্প্রতি রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এসময় কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মইনুল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এফএম/