সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে ছয়শো পর্যটক নিয়ে গভীর সাগরে আট ঘন্টা আটকে থাকার পর কক্সবাজারে ফিরেছে পর্যটনের জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস।
বুধবার (২৯ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে কক্সবাজারের বিআইডাব্লিউ ঘাঁটে পৌঁছায় যাত্রীবাহী জাহাজটি। রাত ৯টায় সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে গভীর সাগরে জেগে উঠা ডুবোচরে জাহাজটি আটকে যায় বলে জানান জাহাজ কর্তৃপক্ষ। একদিকে অন্ধকার রাতে গভীর সাগরে আটকে যাওয়া, তার ওপর শীতের ঠান্ডা হাওয়ায় ভীতিকর পরিস্থিতিতে পড়ে পর্যটকরা।
বুধবার দুপুর ২টার পর জাহাজটি সেন্টমার্টিন ছাড়ে। জাহাজে ৪০০ জনের মতো যাত্রী রয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
যাত্রীদের দাবি, জাহাজটির ধারণ ক্ষমতা ৪০০ জনের হলেও ছয়শোর বেশি যাত্রী বহন করে। সমুদ্রে আটকে থাকার সময় যাত্রীদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থার নেওয়ার কথা জানালেও প্রকৃতপক্ষে যাত্রীদের খাবার দেওয়া হয়নি। ছিল না লাইফ জ্যাকেটের ব্যবস্থা। এটা নিয়ে অনেকেই ভয়ে ছিলেন।
ওই জাহাজের যাত্রী বেলাল উদ্দিন বলেন, বুধবার দুপুর ২টায় জাহাজে ওঠার পর কিছুদূর আসার পর কর্তৃপক্ষ জানায় পর্যাপ্ত পানি না থাকায় জাহাজ চলবে না। পরে দীর্ঘ সময় কর্তৃপক্ষ যাত্রীদের কিছুই জানায়নি।
এফএম/