চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে লাকসামের গুণবতী রেলওয়ে স্টেশন এলাকায় জনসচেতনতামূলক সভা করেছে রেল পুলিশ।
আজ ২৬ ডিসেম্বর, রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছাদে ভ্রমণ, মাদকদ্রব্য, চোরাচালান রোধ, সিগন্যালের তার কাটা থেকে বিরত থাকা এবং লেবেল ক্রসিং পারাপারে সতর্কভাবে চলাফেরা করতে সকলকে বুঝানো হয়েছে।
লাকসাম রেলওয়ে থানা’র অফিসার ইনচার্জ খন্দকার জসিম উদ্দিন বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে অবৈধ ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। স্থানীয় ছোটছোট ছেলে মেয়ে এবং মাদ্রাসা পড়ুয়াদের পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করেছি।
এ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, আরএনবি, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, মোতায়াল্লীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেলওয়ে পুলিশের সদস্যগণ।
এমকে