Advertisement
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় অগ্নিকাণ্ডে ১১টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের ৩টি ইউনিট রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, শেরশাহ এলাকায় কাঁচা বসতঘরে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ১১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আগুনে ১১টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এফএএস