Advertisement
রাঙ্গুনিয়া সরকারি কলেজে ভাবগম্ভীর পরিবেশে মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
রাঙ্গুনিয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. সুজা উদ্দীন।
আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক এন. কে. এম শাহারিয়ার, অধ্যাপক রাজিয়া সুলাতানা, অধ্যাপক হোমায়রা রওশন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মর্তুজা মোরশেদুল আনোয়ার, কলেজ ছাত্র সংসদের ভিপি শহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাবলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।
এসএম