Advertisement
নগরীর উত্তর কাট্টলিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. এমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার(৫ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার মো.এমরান হোসেনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি ইয়াবা মামলা ও আকবরশাহ থানায় একটি নাশকতা মামলাও রয়েছে।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জহির হোসেন সিটিজি নিউজকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উত্তর কাট্টলিতে অভিযান চালিয়ে ইয়াবা মামলা ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এমরান হোসেনকে গ্রেফতার করা হয়। আজ বিকালে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এমকে