নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মো. বারেক (১৮) নামে এক কিশোর মারা গেছেন।
আজ ১ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে আটটার দিকে চকবাজার নবাব সিরাজউদ্দৌলা সড়কের চট্টগ্রাম কলেজ হোস্টেল পূর্ব গেইটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বারেক খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশের আইল্যাণ্ডের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপ-পরিদর্শক(এসআই) দীপন পাল সিটিজি নিউজকে বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে আহত হয় বারেক নামের ওই কিশোর ।পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এফএম/এমজে