চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবনের জন্য টাকা চাওয়ায় শাহ আলম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাহিদুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম দুটি বিয়ে করেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য তিনি ছেলেদের কাছ থেকে টাকা নিতেন। টাকা না দিলে ছেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। শুক্রবার সকালে বাড়িতে এসে ছেলেদের কাছে মাদক সেবনের জন্য টাকা চান। এ নিয়ে জাহিদুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে ছেলে জাহিদুল। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সিটিজি নিউজকে বলেন, পারিবারিক বিরোধের জেরে ছেলে জাহিদুল ইসলাম তার বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এফএম/