বাংলাদেশের বিপক্ষে সিরিজে স্টেডিয়ামে অনুশীলনের সময় পতাকা ওড়ানো এবং গ্যালারিতে বাংলাদেশিদের হাতে পাকিস্তানের পতাকা এখন আলোচিত ইস্যু। এর মধ্যেই চট্টগ্রামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচের দিন পাকিস্তান দলের জার্সি পরিহিত এক সমর্থককে পড়তে হয়েছে রোষানলে।
আজ ২৬ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখতে আসেন এক সমর্থক। তা দেখে ওই যুবককে ধাওয়া দিয়ে তার শরীর থেকে জার্সি খুলে নিয়ে স্টেডিয়ামের বাইরে নিকটতম ডোবায় নামিয়ে শান্তি দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।
যদিও মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা বলছেন, পাকিস্তানের নাগরিকদের সম্মানের সঙ্গে মাঠে ঢুকতে দেওয়া হবে। কিন্তু জার্সি পরিহিত বা স্টেডিয়ামের ভেতরে দর্শক গ্যালারিতে বসে পতাকা উড়াতে দেওয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, বাংলাদেশের কোনও নাগরিক পাকিস্তানের জার্সি গায়ে মাঠে আসতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হবে না। তাই সকাল থেকেই মাঠের প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা।
এসসি