চট্টগ্রামের হাটহাজারীরর ফতেপুর ও মির্জাপুর ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার কার্যালয় ভাংচুর ও গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
আজ ২৪ নভেম্বর, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আনারস প্রতীকে
স্বতন্ত্র প্রার্থী, ইউনিয়ন বিএনপন সভাপতি জাকের হোসেন। এ নিয়ে প্রার্থীরা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর তিনি লিখিত অভিযোগ করেন।
মঙ্গলবার ২৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়নে তার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।
সম্মেলনে তিনি বলেন, গতকাল দিবাগত রাতে ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং রেল ক্রসিং বাজারে আমার নির্বাচনী কার্যালয় নৌকার সমর্থিত লোকেরা ভাঙচুর চালায়। এ সময় নৌকা প্রার্থী জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। নির্বাচন না করার জন্য আমাকে তিনি হুমকি দেন।
নির্বাচনী এলাকা ঘুরে জানা যায়, ৩নং মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী, অটোরিকশা প্রতীকে
চেয়ারম্যান প্রার্থী রহিম উদ্দিন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি
রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২১ নভেম্বর, রবিবার সন্ধ্যায় সরকারহাটের পশ্চিমে সৈয়দ ইয়াকুবের বাড়ির সামনে আমার নির্বাচনী প্রচারণার গাড়ির উপর হামলা করে। প্রচারণার ট্যাক্সি ড্রাইভার, পাবলিসিটি ম্যানকে কিল- ঘুষি দিয়ে মারাত্মকভাবে জখম করে এবং নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে।
আরো জানা যায়, ৬ নং ছিপাতলী ইউনিয়নে নৌকা প্রতীক প্রার্থী নুরুল আবেদীন জসীম মুন্সির নির্বাচনী প্রচারণা কার্যালয় জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈদ খালেদ বলেন, ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়
ভাংচুরের ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব। মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থীর
নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ছিপাতলীর ঘটনায় কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
এসসি