কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২৬৮ জন। তারমধ্যে দাখিল পরীক্ষার্থী রয়েছেন ৯৩ জন।
আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি এবং সমমান পরীক্ষা শুরু হবে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ জানান, এবছর কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, বিকে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়সহ এই ৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বোর্ডের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার এর তত্বাবধানে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য নির্দেশ জানান। তাছাড়া অভিভাবকদেরকে কেন্দ্রে অহেতুক ভীর না করার জন্য সবিনয় অনুরোধ জানান।
এসসি