Advertisement
চট্টগ্রামের বাঁশখালীতে পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহীদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল বশরের ছেলে।
আজ ৮ নভেম্বর, সোমবার ভোররাতে উপজেলার চানপুর ফাদিম ফকির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. সোলাইমান। তিনি জানান, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা চলছে।
পুকুরিয়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘রাতের অন্ধকারে পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে। মোটরটির মূল্য আনুমানিক ২০ হাজার টাকা হতে পারে।’
পল্লিবিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন বলেন, ‘পানির মোটরে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এ ঘটনা ঘটে।
এনইউএস/এমজে