গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ১২ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
আজ ৬ নভেম্বর, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০টি ল্যাবে এক হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৩১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে দুইজন নগরের এবং দুইজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাব এবং শেভরণ হাসপাতাল ল্যাবে একজন করে মোট চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৬০ জন।
এফএম/