লম্বা সময় ধরে ওপেনিংয়ে সাফল্য নেই বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যতিক্রম হলো না লাল-সবুজের দলের। যথারীতি ব্যর্থ দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম।
একই ওভারে লিটন-নাঈমকে পরপর ফিরিয়ে দিয়েছেন ইংলিশ স্পিনার মঈন আলী। শুরুতে দুই ওপেনারদের হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। ওয়ানডাউনে ব্যাট করতে নেমে টিকতে পারেননি সাকিব আল হাসানও। ক্রিস ওকসের বলে বিদায় নেন তিনি।
আজকের ম্যাচের বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। চোটের কারণে গতকাল মঙ্গলবার রাতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই আজ একাদশে নেওয়া হয়েছেন এই তরুণ পেসারকে।
চলমান বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স নিয়ে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। দুই জয়ে কোনোমতে মূল পর্বে উঠতে পারলেও প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।
যাদের বিপক্ষে অন্য ফরম্যাটের বিশ্বকাপে খেলা হলেও টি-টোয়েন্টিতে কখনোই মুখোমুখি হয়নি বাংলাদেশ। তবে ওয়ানডের পরিসংখ্যান বাংলাদেশকে আশা দেখাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে চার দেখায় দুটিতে জিতেছে বাংলাদেশ।
অবশ্য বর্তমানে ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ে তারা অনেক উন্নতি করেছে। জিতেছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপও। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে ইংলিশরা। তবুও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে আশাবাদী বাংলাদেশ।
এন-কে