মিরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শামসুল আলম দিদারের বিপরিতে বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদারের অফিস ভাঙচুর করেছে দূর্বৃত্তরা।
আজ ২৬ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় ১০ থেকে ১২ জন অফিসে হামলা চালিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। বিষয়টি বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদার জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী সাইফুল্লাহ দিদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শামসুল আলম দিদারের ভাই দুলালের নেতৃত্বে বহিরাগত ১০-১২ জনের একটি গ্রুপ এসে মিঠাছড়ায় আমার ব্যবসায়িক অফিস ভাংচুর করে। এসময় তারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি ভাংচুর করে। এছাড়া আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র, সিসিটিভি খুলে নিয়ে যায় এবং ব্যাপক মালামাল ভাংচুর করেছে।
এই বিষয়টি উপজেলা নির্বাচন অফিস ও মিরসরাই থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
এ বিষয়ে মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন বলেন, অফিস ভাংচুরের বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসসি