Advertisement
নগরীর আকবর শাহ থানার সিডিএ এলাকা থেকে দুই হাজার ১৫০ পিস ইয়াবাসহ মো. মুহিন উদ্দিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় সিডিএ-১ নাম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিডিএ-১ নাম্বার সংলগ্ন এলাকায় ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এফএম/এসসি