আপত্তিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নগরীর চকবাজার থেকে মো. মাঈন উদ্দিন হিরন চৌধুরী (৪০) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
এসময় তার কাছ থেকে ১টি মোবাইল জব্দ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভুক্তভোগীর আপত্তিকর ছবির স্ক্রীনশর্ট এবং তাদের কথপোকথনের ১টি সিডি উদ্ধার করা হয়।
১৬ অক্টোবর, শনিবার বিকাল পৌনে ৫ টায় দামপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাউজান থানার মধ্যম কদলপুর এলাকার মো. আবু তাহের চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ১ বছর আগে আসামি মাঈন উদ্দিন হিরন এর সাথে পরিচয় হয় ভুক্তভোগীর। এর পর থেকে সম্পর্ক, এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং তা জোরপূর্বক মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে । পরে এসব ছবি ও ভিডিও দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে মাঈন উদ্দিন সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে দামপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিকে চকবাজার থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
এফএম/এমকে