Advertisement
হাটহাজারী থানার চিকনদন্ডীতে ঘরে বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইয়ুব(৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ১৭ অক্টোবর, রোববার বেলা ১ টার দিকে আমানবাজার যুগীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
নিহতের স্বজন মো. আনোয়ার সিটিজি নিউজকে বলেন, পাশের ঘরে ছেড়া বৈদ্যুতিক তারের জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় আইয়ুব। এ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সিটিজি নিউজকে বলেন, হাটহাজারী থেকে বিদ্যুতাহত অবস্থায় এক যুবককে চমেকে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এফএম/এমজে