আনোয়ারা উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ অক্টোবর, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপিত সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী।
সভায় আগামী ১১ অক্টোবর থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা বিধানে সকলের সহযোগীতা কামনা করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও অনসার মোতায়ন এবং পূজাত্রিদের স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয়।
পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, আনসার ও ভিডিপি ইনচার্জ তাইফুর রহমান, নীলকান্ত দাস, বিষু সেন শীল, পীযুস দত্ত, ঝোটন মজুমদার, রনি বল, আশীষ চৌধুরী, টিটু আইচ, কৃঞ্চ পদ জলদাস, অভি দত্ত, রুপেস দত্ত, রতন কান্তি শীল, সুভাষ সিংহ, রাজীব নাথ, জুয়েল দাশ, অরবিন্দু নাথ ও সাগর পাল প্রমুখ।
এসসি