Advertisement
নগরীর ওয়াসা থেকে সৈয়দ মো. আলাউদ্দিন (৩৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে নগর গেয়েন্দা (উত্তর) পুলিশ। এসময় তার কাছ থেকে পুলিশের নকল আইডি কার্ড জব্দ করা হয়।
৬ অক্টোবর, বুধবার রাত সাড়ে ৮টায় দামপাড়া ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দ মো আলাউদ্দিন হবিগঞ্জের বানিয়াচং থানার বরইউরি ইউপি এলাকার কালাইনজুরা সৈয়দ সিরাজুল ইসলামের বাড়ির মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে। সে বর্তমানে সীতাকুণ্ডের সোনাইছড়ির শীতলপুর চৌধুরীঘাট হাজী বাদশা মিয়ার বাড়িতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির।
তিনি বলেন, গোপন সংবাদে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দানকারী আলাউদ্দিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
এনইউএস/এসসি