রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
আজ ৬ অক্টোবর, বুধবার সকালে কাপ্তাই শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয় । এসময় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এদিকে, কাপ্তাই শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনার, বিআরডিবি’র আওতায় কাপ্তাই প্রজেক্ট এলাকায় “পানি সরবরাহ প্রকল্প”, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সুসজ্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল “মৃত্যুঞ্জয়ী মুজিব” এবং উপজেলা পরিষদের আধুনিক ও সু-সজ্জিত সম্মেলন কক্ষে “কিন্নরী” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন প্রমুখ।
এফএম/ এমকে