খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ‘ন্যাশনাল পোর্টাল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫অক্টোবর) মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর মো. আব্দুল মান্নান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কাজের স্বচ্ছতা, নিরাপত্তা এবং দক্ষতার সাথে সরকারি সেবার উন্নয়ন এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশের ডিজিটাইলেজেশন এবং আইটি শিল্পের রপ্তানি ও কর্মসংস্থানে জাতীয় লক্ষ্য অর্জনে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতি হিসেবে যুক্ত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। দিনব্যাপী ওয়েব পোর্টাল বিষয়ক কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মো.হেদায়েত উল্ল্যাহ,উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, সহ উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এমজে/এসসি