Advertisement
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৩ জন বাসিন্দা। এদিন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ১ লাখ ১ হাজার ৮৭৯ জন। মোট মৃত্যু এক হাজার ৩০৫ জন।
আজ ৫ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও এখন শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।
ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনা সংক্রমণ কমে গেছে, করোনা আর হবে না। সুস্থ রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।
এফএম/এসসি